ব্রয়লার মুরগির ১ থেকে বিক্রয় পর্যন্ত ঔষধ এর সিডিউল

8014

ব্রয়লার মুরগির ১ থেকে বিক্রয় পর্যন্ত ঔষধ এর সিডিউল।

১ম দিন
গ্লুকোজ /লাইসোভেট ২ ঘন্টার পানিতে।
২ ঘন্টা পরে রেনামক্স/নিউক্সেল/এনরোসিন
টানা ৭২ ঘন্টা চলবে।
৪র্থ দিন
সাদা পানি, রাতে রানিক্ষেত ভ্যাকসিন
ভ্যাকসিনের পরে রাতে সাদা পানি/ই সেল।
৫ম দিন-৭ম দিন
সকালেঃবি১.বি২ ১গ্রাম/১লিঃ পানিতে।
দুপুরেঃসাদা পানি।
রাতেঃভিটা এ ডি ১মিঃ/২লিঃপানিতে
৮ম দিন
সকাল দুপুর, সাদা পানি।
রাতে গাম্বুরো ভ্যাকসিন। পরে সাদা পানি/ইসেল
৯ম দিন-১১ তম দিন
সকালে ও রাতে রেনামাইসিন+জিংক ১/১
দুপুরে সাদা পানি।
১২ তম দিন -১৩ তম দিন
সকালে,লিভারটনিক ১/১
দুপুরে, সাদা পানি
রাতে, রেনামাইসিন+জিংক ১/১
১৪ তম দিন
সকাল+দুপুর সাদা পানি।
রাতে গামবুরো ভ্যাকসিন, পরে সাদা পানি/ ইসেল।
১৫-১৭ তম দিন
কক্সি অফ ১/১ টানা ৭২ ঘন্টা।
সাথে,করেনা মক্স/রেনামাইসিন দেওয়া যায়।
১৮ তম দিন
সকালে রেনামাইসিন +জিংক ১/১
দুপুরে, সাদা পানি।
রাতে, এনজাইম ১/২
১৯ তম দিন
সারাদিন সাদা পানি
রাতে, রানিক্ষেত ভ্যাকসিন পরে সাদা পানি/ইসেল
২০-২২ তম দিন
সিপ্রো+রেনামক্স+নাপা ১/১ টানা ৭২ ঘন্টা।
২৩ তম দিন
সাদা পানি ২৪ ঘন্টা
২৪-২৬ তম দিন
সকাল +দুপুর সাদা পানি
রাতে রেনামাইসিন + জিংক
২৭-৩০ তম দিন
সকালে, কেমিন ১/১/লিভার টনিক-রনামাইসিন
দুপুরে, সাদা পানি
রাতে, ব্রয়লার বুস্টার/চিক টনিক/ইয়াম ১/২-৩

ফার্মসএন্ডফার্মার/২৫সেপ্টেম্বর২০