ভোলায় অবৈধ ৬০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

20

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে জব্দকৃত জালের মূল্য ৩৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে।

গতকাল বুধবার ২৪ এপ্রিল সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভয়াশ্রম রক্ষা অভিযান ২০২৪ উপলক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমিতির হাট, হাজিরহাট, চর গাজী, সাদ্দামের চর, চর করিমারা, চর কুরালিয়া, ধুলিয়া, ফিশারি ঘাট, ভেলুমিয়া, ইলিশার রাস্তার মাথা, রামদাসপুর, কালিগঞ্জ, মেঘারচর, তেমাথা, ভাংতির খাল, কাঠির মাথা, তুলাতুলি, কাচিয়ারভচর, ভোলার খাল এলাকা থেকে ৩০ লাখ মিটার সুতার জাল, ১৮ লাখ মিটার কারেন্ট জাল, ১২ লাখ মিটার চর ঘেরা জাল ও দুই হাজার মিটার সুতার জলসহ মোট ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে জব্দকৃত জালের মূল্য ৩৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।