কবুতরের পিজিয়ন পক্স সরকারি ভ্যাকসিন গুলানোর নিয়ম,ডোজ,দেয়ার পদ্ধতি,মাত্রা,সংরক্ষণ ও দামসহ বিস্তারিত

392

পিজিয়ন পক্স কবুতর ও বাচ্চা মোরগ-মুরগির একটি ভাইরাস জনিত রোগ। এ রোগের সুপ্তিকাল ৪-২০ দিন। ঈষৎ হলুদ বর্ণের ওয়ার্ট প্রধান লক্ষণ। প্রধানত: মাথা ও ঝুটিতে এবং অনেক সময় মুখগহবর, খাদ্যনালী, শ্বাসনালীতে ডিপথেরিক লিশন দেখা যায়। বাচ্চা মুরগির ও বাচ্চা কবুতরের ক্ষেত্রে খাবার খেতে না পারার জন্য মৃত্যু হার ৯০%-১০০% পর্যন্ত হতে পারে।

মাষ্টার সীডঃ দেশীয় (Indigenous/native) কবুতর হতে সংগৃহীত, পৃথকীকরণ এবং Chicken embryo passage এর মাধ্যমে এটিনিউয়েটেড (Attenuated).
ব্যবহার বিধিঃ
এই টিকা ৩ থেকে ৭ দিন বয়সী মুরগিতে ও কবুতরে প্রয়োগ করা হয়। এই টিকার অন্যান্য ব্যবহার বিধি ফাউল পক্স টিকার ব্যবহার বিধির অনুরূপ।

সরবরাহ : প্রতি ভায়ালে ২০০ মাত্রা টিকা।
মূল্য : প্রতি ভায়াল ২০ টাকা।

ফার্মসএন্ডফার্মার/০১নভেম্বর ২০