কবুতরের ভ্যাকেশন দেয়ার নিয়ম ও ভ্যাকসিন তালিকা

1258

কবুতরের টিকাসূচীঃ

কবুতরের জন্য রাণীক্ষেত এবং পিজিয়ন পক্স এই দুইটি টিকা দিতে হয়।

রাণীক্ষেত রোগের জন্যঃ
১. বিসিআরডিভি– ১-৭ দিন বয়সে এবং ২২-২৮ দিন বয়সে বুস্টার ডোজ দিতে হবে

(১ ফোঁটা ১ চোখে দিতে হবে, ৬ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরের জন্য)

২. আরডিভি — ২ মাস ও তদুর্ধ্ব বয়সে ১ মিলি রানের মাংসে ইঞ্জেকশন দিতে হবে (১০০ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরে)

পিজিয়ন পক্স রোগের জন্য ঃ ৩-৭ দিন বয়সে দিতে হয়
পাখার চামড়ায় খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে।

(৩ মিলি পানিতে মেশাতে হবে ২০০ কবুতরের জন্য)

বিঃদ্রঃ

১) টিকা দেয়ার পুর্বে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন

২) টিকা মিশ্রণের ১-২ ঘন্টা পূর্বেই কবুতরকে পানি খাওয়া বন্ধ করতে হবে

৩) টিকা মিশ্রণের ১ ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হবে। পরবর্তীতে ব্যবহারের জন্য তা সংরক্ষণ করা যাবে না

৪) দিনের ঠান্ডা সময়ে অর্থাৎ সকালে বা বিকালে টিকা দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৪ মে ২০২১