কাঁচা পেয়াজ কিনতে চায় ক্রেতারা

442

কাচা পেয়াজ

পেঁয়াজ আমদানি হওয়ার কারনে বগুড়ায় পেঁয়াজের দর কিছুটা কমার পর আবারো বেড়েছে। এতে ক্রেতারা চাহিদা মেটাতে কাঁচা পেঁয়াজের প্রতি ঝুঁকে পড়েছেন। বেশীরভাগ ক্রেতা শুকনো দেশীয় পেঁয়াজ আর কিনছেন না।

গতকাল বগুড়ার ফতেহ আলী কাঁচা বাজার , রাজা বাজার, খান্দার বাজার, রৌ বাজার ঘুরে দেখা যায়- ২২০-২৩০ টাকা কেজি দরে দেশীয় পেঁয়াজ কিনছেন ক্রেতারা। তবে বেশীরভাগ ক্রেতা কাঁচা পেঁয়াজের দোকানে ভিড় করছেন।

ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, দেশীয় পেঁয়াজের দাম আবারো বাড়ার কারনে ক্রেতারা কাঁচা পেঁয়াজ কিনছেন। কাঁচা পেঁয়াজ (পাতাসহ) প্রতি কেজি ১০০ টাকা এবং পাতা ছাড়া নতুন পেঁয়াজ ১৭০-১৮০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।

পেঁয়াজ নিয়ে ব্যাপক হৈ চৈ হলেও প্রশাসনের কোন পদক্ষেপ চোখে পড়ছে না। গত সপ্তাহে হাঠাৎ লবনের দাম বেড়েছে এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর বাজারে গিয়েছিলেন জেলা প্রশাসক ও তার নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। সেদিন তড়িত পদক্ষেপে লবনের বাজার স্বাভাবিক হয়েছিল। কিন্তু পেঁয়াজের দাম কমাতে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ