কাঁঠালের মিলিবাগ রোগের লক্ষণ ও প্রতিকার

492

কাঁঠালের মিলিবাগ রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে নিচে বিস্তরিত আলোচনা করা হলো-

লক্ষণ:
মুচি আসার সময় মিলি বাগ গাছের পাতা ও ফলের বৃন্তে রস শোষণ করে।
আক্রান্ত অংশে সাদা মোমের মত (Waxy secretion) দেখা যায়৷
সু্টি মোলড ছত্রাক(Sooty mould) আক্রান্ত অংশে আটকে যায়৷
আক্রান্ত অংশ কাল হয়, পাতার সালোক সংশ্লেষন ব্যহত হয়।
পোকা দ্বারা অনবরত রস শোষণের ফলে গাছ দূর্বল হয়ে শুকিয়ে যায়৷
আক্রমন তীব্র ফুল ও ফল হয় না,কচি ফল ঝড়ে পড়ে।

প্রতিকার:
ফল আহোরনের পর বাগানের মাটি গভীর চাষ দিয়ে পুত্তলি নষ্ট করা।
বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা। আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
পাতলা টিন/পলিথিন দ্বারা গাছের গোড়া হতে ২-৩ফুট উপরে মুড়িয়ে পোকা গাছ বেয়ে উপরে উঠতে না দেয়া এবং ঝাড়ু দিয়ে পোকা সংগ্রহ করে পুতে ফেলা।
কার্বারিল৮৫ ডব্লিউপি (সেভিন/ভিটাব্রিল) ২ গ্রাম/লিটার পানিতে মিশে স্প্রে করা।
ইমিটাক্লোপ্রিড ( এডমায়ার/বিলডর/ টিডো/ইমিটাফ/গেইন) 0.5মিঃলি/লিটার পানি স্প্রে।

ফার্মসএন্ডফার্মার/১৩জানুয়ারি২০২১