কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস এর আয়োজনে সদর উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত

206

কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষির বিস্তার’’ শীর্ষক কর্মসূচির আওতায়, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার আয়োজনে ১১/০৬/২০২৩ তারিখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার, দূর্গাপুর (ছত্রখিল) এআইসিসি ক্লাবের কৃষক কৃষাণীগণের সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোঃ মুশিউল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার প্রশিক্ষণ অফিসার, কৃষিবিদ মোঃ সিরাজ উদ্দিন হোসেন। তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কৃষি নীতির কারনে দেশ আজ কৃষি উন্নয়নে সমৃদ্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের একটি বিশাল শ্রেণীর মানুষ তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে আধুকি কৃষি গ্রহন করে কৃষি বানিজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার ফলে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। পুরো পৃথিবীতে কৃষি ক্ষেত্রে এখন বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে। এর মধ্যে ২২ টি কৃষিপণ্য স্থান পেয়েছে। কৃষি কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে কৃষি সমৃদ্ধিতে আমরা আরো এগিয়ে যেতে পারবো। উপসহকারী কৃষি অফিসার মোঃ ফকরুল আলমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিস সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আরিফুজজামান মৃধা; উপসহকারী কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।