কুমিল্লায় গ্রিন সুপার রাইস ধানের ফসল কর্তন

376

22528423_1191535867615263_6
“সোনার বাংলা সোনার দেশ সোনালি ফসলে ভরবো দেশ” কৃষি বান্ধব সরকারের সুপরিকল্পনায় কৃষি বিভাগ এ উদ্দীপনা নিয়েই অধিক ফসল উৎপাদনের জন্য আধুনিক কৃষি বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বিনাধান ১৭ (গ্রিন সুপার রাইস), এসআরএসডি প্রকল্প এর সৌজন্যে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর দক্ষিণ, কুমিল্লা’র আয়োজনে, উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুনের পরামর্শে, নোয়াপাড়া কালিরবাজার ব্লকে, কৃষক মো. ছাদেক মিয়ার দুই একর জমিতে, বিনাধান ১৭ (গ্রিন সুপার রাইস) রোপন করা হয়।

১৫ অক্টোবরের পরীক্ষামূলক ফসল কর্তন করে দুই একর জমিতে ৩৭৩২ কেজি ধানের ফলন পাওয়া যায়। যা অন্যান্য ধানের চেয়ে অধিক ফলন হয়েছে।

এ সময় ফসল কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কৃষিবিদ মো. আইউব মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সদর দক্ষিণ, কুমিল্লা। কৃষিবিদ মো. আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম