বারি, গাজীপুর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের,পরিচালক, ড. সোহেলা আক্তার বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণের আত্মসামাজিক উন্নয়ন, খাদ্য পুষ্টি নিরাপত্তা এবং খাবারে খাঁটি তেলের ব্যবহার বাস্তবায়ন করা সময়ের দাবি। বিশেষ করে সূর্যমুখীর তেল মানব দেহের জন্য খুবই উপকারী। ভোজ্য তেলের চাহিদা মিটানোর জন্য বারি সূর্যমুখী-৩ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারন এজাতটি উচ্চতায় মাত্র ৭৫-৮০ সে.মি. হওয়ায় ঝড়-বাতাসে হেলে পড়ে না। বীজের মধ্যে তেলের পরিমান থাকে ৩৮-৪০ ভাগ। হেক্টরে ফলন হয় ১.৫-২ টন পর্যন্ত। এ জাতটিতে পাতা ঝলসানো ও ঢলে পড়া রোগের প্রাদুর্ভাব তুলনামূলক কম হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায় ৭/০৩/২০২৩ তারিখে, বিএআরআই, কুমিল্লা এর গবেষণা মাঠে, বারি উদ্ভাবিত সূর্যমুখী-৩ এর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. উবায়দুল্লাহ কায়ছার; ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর প্রকল্প পরিচালক : ড. মো: আলমগীর সিদ্দিকী।