কুমিল্লা হোমনায় নতুন জাতের সানসাইন ‍আলুর মাঠ দিবস

159

 

বিএডিসি (মাবীউকিবিপ্র) প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আবির হোসেন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের প্রধান খাদ্য আলু। আমাদের দেশেও ভাতের পাশা পাশি প্রচুর পরিমানে আলু খাওয়া হয়ে থাকে। সকালে নাস্তার টেবিলে, হোটেল রেস্তরায় আলুভাজি থাকবেনা একথা চিন্তাই করা যায় না। তাছাড়া আলুর তৈরী চিপ্স এবং বিভিন্ন খাবার দামীদামী বেসরকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করছেন। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপ্তায় আলু উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৭/৩/২০২৩ খ্রি: তারিখ উপপরিচালক (টিসি), বিএডিসি হিমাগার হোমনা কুমিল্লা কর্তৃক আয়োজিত ছয়ফুল্লাকান্দি গ্রামে উচ্চফলনশীল রপ্তানীযোগ্য বিএডিসি আলু-১ (সানসাইন) জাতের আলু ফসলের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষী সিপন মিয়ার জমিতে বিএডিসি আলু-১ (সানসাইন) ফলল কর্তন ও পরিমাপ করে হেক্টর প্রতি ৪৮.৬০ মে.টন ফলন পাওয়া যায় যা এ যাবৎকালের উৎপাদিত জাতগুলোর মধ্যে ফলনে সর্বোচ্চ এবং রং ও আকারে আকর্শনীয়। এ ফলন দেখে কৃষকরা অত‌্যন্ত খুসি। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, বিএডিসি হোমনার উপপরিচালক, মোহাম্মদ আলী মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, উপরিচালক (বীজ বিপনন), বিএডিসি, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর কৃষিবিদ মোঃ নিগার হায়দার খান; কুমিল্লা জেলার বীজ প্রত‌্যয়ন অফিসার, কৃষিবিদ মোঃ এহতে সাম রাসুলে হায়দার; ধান, গম ও পাটবীজ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মোঃ আমানুল ইসলাম, বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (বিপ্রকে) মোঃ দেলোয়ার হোসেন; বিএডিসি কুমিল্লার উপপরিচালক (উদ‌্যান) মোঃ শাজেদুর রহমান; হোমনা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সজল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার, এনজিও কর্মী, বীজ ডিলার, বিএডিসির চুক্তিবদ্ধ বীজআলু চাষী, সাধারণ চাষীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ।