বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বীজ বিতরণ এর অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইদ্রিস মিয়া বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে মানসম্পন্ন বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকের বানিজ্যিক কৃষি বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হলো সুস্থ্য ও রোগমুক্ত বীজ। তিনি উপস্থিত ডিলারদের উদ্দেশ্য করে বলেন, এখনো বিএডিসি কর্তৃক উৎপাদিত বীজ কৃষকের জন্য সহজলভ্য। এ বীজ চাষ করে কৃষকরা আর্থিকভাবে বেশী লাভবান হতে পারেন। অপরদিকে বিদেশী বীজের উপর নির্ভরশীল হলে একদিকে কৃষকের উৎপাদন ব্যায় বেড়ে যায় অপর দিকে দেশের টাকা বিদেশে চলে যায়। উপপরিচালক (বীজ বিপনন), বিএডিসি, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা কর্তৃক আয়োজিত ৫/৩/২০২৩ তারিখে উদ্যান উন্নয়ন কেন্দ্র, সৈয়দপুর, কুমিল্লা এর হল রুমে ২০২২-২৩ বর্ষে কুমিল্লা অঞ্চলে ‘‘বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক’’ বীজ ডিলার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, উপরিচালক (বীজ বিপনন), বিএডিসি, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর কৃষিবিদ মোঃ নিগার হায়দার খান। দিনব্যাপী প্রিশিক্ষণ প্রদান করেন, বিএডিসি, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুল আলম; কুমিল্লা জেলার বীজ প্রত্যয়ন অফিসার, কৃষিবিদ মোঃ এহতে সাম রাসুলে হায়দার; বিএডিসি ব্রাহ্মবাড়িয়া জেলার উপপরিচালক (ক:গ্রো:) ড. মো: সোলাইমান তালুকদার; ব্রি, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ মামুনুর রশীদ; বিএডিসি কুমিল্লার উপপরিচালক (উদ্যান) মোঃ শাজেদুর রহমান; বিএডিসি হোমনার উপপরিচালক, মোহাম্মদ আলী মিয়াজী; বিএডিসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহকারী পরিচালক(বীজ), শাহীনুর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিএডিসি কুমিল্লার উপসহকারী পরিচালক, মোঃ জহিরুল ইসলাম।