কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘কৃষিবিদ দিবস’ পালিত

304

comilla-660x330

“বঙ্গবন্ধুর মহান দান কৃষিবিদ ক্লাস ওয়ান” এই স্লোগানকে উপজীব্য করে কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা শাখার আয়োজনে ১৩ ফেব্রুয়ারি কুমিল্লাতে উদযাপিত হলো কৃষিবিদ দিবস।

এ উপলক্ষে সর্বস্তরের কৃষিবিদদের নিয়ে একটি র‌্যালি সকাল ৮টায় নগরীর টাউনহল প্রাঙ্গণ থেকে নগরীরর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌর পার্ক প্রাঙ্গণস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে খামারবাড়ি, কুমিল্লাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ও কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা জেলা শাখার সন্মানিত সভাপতি কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চল, কুমিল্লার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জাহেদুল হক, আরও বক্তব্য রাখেন-ব্রি কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. হেলাল উদ্দিন আহম্মদসহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

আলোচনা সভায় বক্তারা দেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের কল্যাণে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকরির ক্ষেত্রে কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির মর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন। অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন এই নেতা ঠিকই বুঝেছিলেন কৃষিপ্রধান এই দেশের উন্নয়নে কৃষিবিজ্ঞানী, শিক্ষক এবং সম্প্রসারণবিদদের অবদান অনস্বীকার্য; তাই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তিনি কৃষিবিদদের ওপরই দায়িত্ব অর্পণ করেছিলেন।

তারা আরো বলেন, এই মহান নেতার অবদানকে স্মরণ করে প্রতি বছর এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করা হয়। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা কৃষিবিদরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে জীবনের শেষ পর্যন্ত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা জেলা শাখার সন্মানিত মহাসচিব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপপরিচালক কৃষিবিদ নিগার হায়দার চৌধুরী।

দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতা করে কৃষি তথ্য সার্ভিসের কুমিল্লা অঞ্চলিক কার্যালয়।

প্রতিবেদক: কৃষিবিদ মো. আসিফ ইকবাল, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃতসা, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন