কুষ্টিয়ার দৌলতপুরে জাপানি কৃষিবিদদের পরীক্ষামূলক তিলক্ষেত পরিদর্শন

304

[su_slider source=”media: 4339,4338,4340,4341″ title=”no” pages=”no”] [/su_slider]

মো.এমদাদুল হক, কুষ্টিয়া থেকে: উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. মোশারফ হোসেনকে সাথে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর ব্লকে তিল প্রদর্শনী প্লট পরিদর্শন করেন জাপানি কৃষিবিদরা। তিল চাষ সম্প্রসারণের লক্ষে দেশীয় এবং জাপানি কৃষিবিদদের সমন্বয়ে এবার এ উপজেলায় পরীক্ষামূলকভাবে ১১ জাতের ১১টি তিল প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। ১০ শতাংশের প্রতিটি প্লটে কৃষকদেরকে প্রযুক্তি, বীজ সরবরাহ এবং উপকরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জাপানি কৃষিবিদ সিনজি মারুয়া , কৃষিবিদ প্রফেসর ইউকোহমা সাকাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবিয়ার রহমান এক মাস বয়সের তিল ফসলের মাঠ ঘুরে দেখেন। পরীক্ষামূলক চাষকৃত তিলগাছের অবস্থা দেখে জাপানি কৃষিবিদ প্রফেসর ইউকোহমা সাকাতা সফলতার আভাস দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে এবং দেশে তেলের চাহিদা পূরণসহ অধিক পরিমাণে তেল জাতীয় শস্য উৎপাদনের লক্ষে তিল আবাদের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের কাজ গ্রহণ করা হয়েছে। যদি দৌলতপুর উপজেলায় সফলভাবে প্রদর্শনী প্লটে তিল উৎপাদন হয়, তাহলে দেশে অন্যান্য জেলায়ও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে জানা যায়, বংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউিট এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউিট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের তিল এবং জাপান, তাঞ্জানিয়া, উগান্ডা, মায়ানমার ও থাইল্যান্ডের ১১ টি উন্নত জাতের তিল দিয়ে প্রতিজন কৃষককে দশ শতকের বীজ, সার প্রযুক্তি সহায়তা দিয়ে এ ১১ টি প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে পরবর্তীতে সারা দেশে তিল চাষ সম্প্রসারণ করা হবে।