রংপুর এগ্রোসার্ভিস সেন্টারে ‘আধুনিক প্রযুক্তিতে ফল চাষ ও বৃক্ষ রোপণ’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত

306

Magazine

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: বিএডিসি আয়োজিত ‘আধুনিক প্রযুক্তিতে ফল চাষ ও বৃক্ষ রোপণ’ শীর্ষক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ২৬ এপ্রিল রংপুরের এগ্রো সার্ভিস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উদ্যান বিশেষজ্ঞ  মো. ফরেজ উদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপপরিচালক মোছা. শামীম আরা বেগম ও উপসহকারী পরিচালক কাজী ফারহানা ফেরদৌসী। প্রশিক্ষণে মো. ফয়েজ উদ্দিন বলেন, সুস্থ সবলভাবে বেঁচে থাকতে  হলে নিয়মিত ফল খেতে হবে। ফলের কোনো বিকল্প নেই। ফল মানুষের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে।  কথায় আছে-ফলই বল। তাই আমাদের বাড়ির আশেপাশের কোনো যায়গা ফেলে না রেখে সেখানে ফলের গাছ রোপণ করলে একদিকে পাওয়া যাবে পুষ্টি, অপর দিকে পাওয়া যাবে তরতাজা ফল খাওয়ার আনন্দ। কাজী ফারহানা ফেরদৌসী বলেন, আমাদের মৌসুমভিত্তিক বিভিন্ন  ফল গাছের চারা রোপণ করতে হবে। তাহলে বছরের সবসময় নানা ধরনের ফল পাওয়া যাবে। জেলা কৃষি ঋণ কমিটির এক কৃষক প্রতিনিধি বলেন, এ ধরনের প্রশিক্ষণ আমাদের অনেক কাজে লাগবে। এর মাধ্যমে এলাকার কৃষাণ-কৃষাণীরা ফল বাগান করার ব্যাপারে আরো উৎসাহি হবে। এতে ৬০ জন চাষি  অংশগ্রহণ করেন।