কুষ্টিয়ার ভেড়ামারায় পাট চাষিদের প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে মুগ ও তিল প্রদর্শনীর বীজ ড্রাম, বালাইনাশক ও সাইনবোর্ড বিতরণ

315

[su_slider source=”media: 4022,4023,4024,4025″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. এমদাদুল হক, ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে: পাট অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ১০ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারাস্থ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মজিদ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ ড. এম সাহাব উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলার পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, বাংলাদেশে পাট একসময় ঐতিহ্যবাহি সোনালী আঁশ ছিল বিশেষভাবে খ্যাত। বিশ্বের বিভিন্ন দেশে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়েরও অন্যতম উৎস ছিল। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে কৃষকদের সচেতন হতে হবে এবং এ পাট আবাদের মাধ্যেমে আবার বৈদেশিক মুদ্রা আয় করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে পাটের বাজার দর অত্যন্ত ভালো, অন্যান্য ফসলের চেয়ে পাট আবাদে লাভ বেশি। তিনি উপস্থিত সকল কৃষককে পাট আবাদ করে লাভবান হওযার আহবান জানান। পরে চাষিদের উন্নত পদ্ধতিতে পাট চাষ, আন্তঃপরিচর্য়া, পোকামাকড় দমন, নাবী পাটবীজ উৎপাদন, পাট পচন কৌশল, রিবন রেটিং, পাটবীজ সংরক্ষণ ও পাটের গ্রেডিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ১শত ৫০ জন চাষি অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি কৃষকের মাঝে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত মুগ ও তিল প্রদর্শনীর জন্য বীজ ড্রাম, বালাইনাশক ও সাইনবোর্ড বিতরণ করেন ।