কুষ্টিয়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

374

সার-বীজ

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার রবি মৌসুম, পরবর্তী খরিপ-১ মৌসুমে বিভিন্ন ফসলের বীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই কৃষকের দৌড় গোড়াই সেবা পৌঁছানোর জন্য সরকার কৃষি ক্ষেত্রে ভতুর্কি দিয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভুতি ভূষণ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমা প্রমুখ।

এ বছর চলতি রবি মৌসুমে মিরপুর উপজেলায় ভুট্টা, সরিষা, বিটি বেগুন বোরো ধান ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীষ্ম্কালীন মুগ সার ও বীজ বিনামূল্যে ৩ হাজার ৫শ ৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্য পর্যায়ক্রমে এ সার বীজ প্রদান করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন