কৃষি গবেষণা উদ্ভাবিত বিভিন্ন ফসলের প্রযুক্তি হস্তান্তর শীর্ষক মাঠ দিবস

341

[su_slider source=”media: 3327,3328,3329″ title=”no” pages=”no”]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুরের বুড়িরহাটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র্রে (আরএআরএস) গত ০৪ মার্চ ‘কৃষি গবেষণা উদ্ভাবিত বিভিন্ন ফসলের প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বদরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই)’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং’র পরিচালক ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরস্থ গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মা ও পঞ্চগড়স্থ বিএআরআই’র প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিষ কুমার সাহা। এরপর অনুষ্ঠানে উপস্থিত ১০০ জন কৃষকসহ বিজ্ঞানী ও কর্মকর্তারা ফসল উৎপাদন প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় কৃষক প্রতিনিধিরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কার্যক্রম, সেইসাথে বিএআরআই’র উদ্ভাবিত আলু, বেগুন, টমেটো, সীম, লাউ, আমসহ বিভিন্ন ফসলের জাত সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ফসল ও বীজ উৎপাদনে বিভিন্ন সমস্যার কথার তুলে ধরেন। এ প্রসঙ্গে বক্তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত, ফসল এবং বীজ উৎপাদনের কৌশল, গ্রীষ্মকালীন সবজি এসব বিষয়ে নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে সহস্রাধিক জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ অঞ্চলের আবহাওয়া বীজ উৎপাদনের উপযোগি হওয়ায় বিভিন্ন ফসলের বীজ উৎপাদনের ওপর কৃষিবিজ্ঞানীরা গুরুত্বারোপ করেন। প্রশ্নোত্তর পর্বে প্রায় ১০ জন কৃষকের সমস্যার কথা জানতে চাওয়া বিষয়গুলো বিজ্ঞানীরা তাৎক্ষণিক জবাব দেন। তাঁরা বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত সরবরাহ, ফসল উৎপাদন কৌশল ও বীজ উৎপাদনে ক্ষেত্রে চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি অঞ্চলভিত্তিক এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খায় এমন প্রযুক্তি উদ্ভাবনের ওপর গবেষণা চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন।