কেরানীগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে জরিমানা

381

কেরানীগঞ্জের আগানগর বউ বাজার ও জিনজিরা বাজারে গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন