কোটি টাকার চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড

343

বিংড়ি-আটক19)
শেখ হেদায়েতুল্লাহ, খুলনা থেকে: কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান রুপসার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে।

শনিবার খুলনা জেলার রুপসা থানার খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে এসব পোনা জব্দ করে।

আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা । জব্দকৃত চিংড়ি পোনা রূপসা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মাৎস্য ও রেনু পোনা সংরক্ষণ অভিযানের আওতায় এই অভিযান পরিচালনা করছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকতা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি ও চিংড়ি ও ফ্যাইসা নিধন রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য নিয়মিত অভিযানের অংশ ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন