কোয়েলের মারাত্মক রোগ অন্ত্রপ্রদাহ

372

কোয়েল
কোয়েলের মারাত্মক রোগ অন্ত্রপ্রদাহ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কোয়েল পালনের অন্যতম সমস্যা হল কোয়েলের মারাত্মক রোগ-ব্যধিগুলো। আর এই সকল রোগের মধ্যে উল্লেখযোগ্য রোগ হল কোয়েলের অন্ত্রপ্রদাহ। কোয়েলের এই রোগ হলে কি করতে হবে তা অনেকেই বুঝতে পারেন না। আসুন আজ জেনে নেই কোয়েলের মারাত্মক রোগ অন্ত্রপ্রদাহ সম্পর্কে-

কোয়েলের মারাত্মক রোগ অন্ত্রপ্রদাহঃ
কোয়েল পালন করার সবচেয়ে সুবিধা হল এরা সবচেয়ে কম রোগে আক্রান্ত হয়ে থাকে। কোয়েলের রোগব্যাধি কম বলে এগুলোকে টিকা দিতে হয়না ও কৃমির কোন ঔষধও খাওয়ানোর দরকার হয় না। তবে কোয়েল অনেক সময় কিছু মারাত্মক রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। আর এই সব মারাত্মক রোগের মধ্যে অন্ত্রপ্রদাহ একটি।

রোগের কারণঃ

কোয়েলের অন্ত্রপ্রদাহ রোগটি একটি ব্যাকটেরিয়া জনিত। ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগে কোয়েলের শরীরে প্রবেশ করে থাকে। তারপর ধীরে ধীরে এর বিস্তার ঘাটাতে থাকে।

রোগের বিস্তারঃ

কোয়েলের এই রোগের বিস্তার ঘটানোর জন্য অন্যতম কারণ হল বিভিন্ন প্রকার দূষিত খাদ্যদ্রব্য খাওয়া, আরও এই খাদ্য গ্রহণের মাধ্যমেই কোয়েলের এই রোগ হয়ে থাকে। তবে আক্রান্ত কোয়েলকে আলাদা করে রাখলে অন্য কোয়েলের বাচ্চাগুলো আক্রান্ত হওয়া থেকে বেঁচে যায়।

রোগের লক্ষণঃ

হালকা আক্রান্ত হলে কোয়েলে অবসাদ দেখা যায়৷
এই রোগের আক্রমণের ফলে তীব্র ও দীর্ঘস্থায়ী দু’ধরণের রোগই হতে পারে৷
অতি মাত্রায় আক্রান্ত কোয়েল অনেক সময় কোন লক্ষণ প্রকাশের পূর্বেই মারা যেতে পারে৷
এই রোগে কোয়েল রক্তসহ পাতলা পায়খানা হয় এবং পাখির মৃত্যু ঘটে৷
কোয়েলের চোখ কিছুটা বন্ধ করে রাখে এবং পাখা ঝুলে পড়ে যায়।
এই রোগের ময়না তদন্তে অন্ত্র ও সিকান্ত্রে বোতাম আকৃতির মারাত্মক ক্ষত বা আলসার দেখা যায়৷
চিকিৎসাঃ

কয়েলের এই রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে।

এছাড়াও এই রোগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় ব্যাসিট্র্যাসিন ক্লোরোমাইসেটিন (Chloromycetin) বা ফুরাজোলিডন (furazolidone) ব্যবহার করা যায় ।

প্রতিরোধঃ

এক গবেষণায় দেখা যায়, ৪.৫ লিটার খাবার পানিতে ২ গ্রাম মাত্রায় স্ট্রেপটোমাইসিন মিশিয়ে পর পর ২৫ দিন দিতে হবে কিংবা স্ট্রেপটোমাইসিন সালফেট মিশিয়ে পর পর ১০ দিন কোয়েলকে দিলে অতি দ্রুত এই রোগের প্রতিরোধ করা যায়।

সতর্কতাঃ

১। চিকিৎসকের পরামর্শ ছাড়াই আগে কোন প্রকার ওষুধ কোয়েলকে খেতে দেওয়া যাবে না।

২। আক্রান্ত কোয়েলকে আলাদা করে রেখে চিকিৎসা করাতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২০মার্চ২০