ক্ষুরা রোগের লক্ষণ

583

image_1598_244926

গরু ও মহিষের ক্ষেত্রে:

১। শরীরের তাপমাত্রা বৃদ্ধি বা জ্বর। (১০৪-১০৬ ফারেনহাইট)।
২। কাঁপুনি ।
৩। খুড়িয়ে চলা ।
৪। ফেনাযুক্ত আঠালো লালা ঝরা ।
৫। পায়ে, মুখে বা জিহ্বায় এবং ওলানের বাটে ফোস্কা ও ক্ষত ।
৬। বাছুরের ক্ষেত্রে লক্ষণ দেখা দেয়ার আগেই বাছুর মারা যায় ।
৭। গর্ভবতী পশুর গর্ভপাত হয়ে যায় ।
৮। খাবারে অনিহা ।

চিকিৎসা:

এটা ভাইরাসজনিত রোগ তাই এর বিশেষ কোনো চিকিৎসা নেই । তবে ভালোভাবে পরিচর্যাসহ কিছু ব্যবস্থা নিলে ভালো ফলাফল পাওয়া যায় । প্রথমে আক্রান্ত পশুকে আলাদা করে পরিষ্কার ও শুষ্ক স্থানে রাখতে হবে । মুখে ঘা হলে ২ এলাম বা ১ পটাসিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে মুখ ধুয়ে দিতে হবে দিনে ২-৩ বার । মশা-মাছির উপদ্রব কমানোর জন্য এবং পায়ের ক্ষুরে ক্ষত হলে ০০১ পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পরিষ্কার রাখতে হবে দিনে ২-৩ বার ।

এক্ষেত্রে এফএমডি কিউরসহ (FMD CURE) অন্যান্য নামের তরল পদার্থ বেশ উপকারি। এতে ভাইরাস নিস্ক্রিয় হয়ে থাকে । প্রচুর লালা ঝরলে পশু দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ৫ ডেসিএটোজ স্যালাইন (০৯) শিরায় পুশ করতে হবে ।আর ২-৩ দিন ১০০০ সিসি/৫০-১০০ কেজি ওজনের স্যালাইন পুশ করতে হবে।

আরো পড়ুন:

ফার্মসঅ্যান্ডফার্মার২৪.কম/এম