হাকিমপুরে প্রাণীরোগ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

353

6500000000000002

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে শনিবার (২৭ মে) সকাল ১০টায় প্রাণীরোগ প্রতিরোধ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকার খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. মাহবুবার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়াম্যান মো. আকরাম হোসেন, এডিসি (রাজস্ব) মো. মোতালেব হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শুকরিয়া পারভীন।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমাদের দেশ প্রচুর খামার গড়ে উঠেছে। এসব খামারীদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। খামার মালিকদের প্রাণীর বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। রোগ-বালাই আসার আগে ব্যবস্থা নিতে হবে। অনেক রোগ আছে যে খামারে আক্রমণ করার সাথে সাথে সমস্ত খামারে ছড়িয়ে পড়ে। আগে আগে ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন:

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম