খাদ্যপণ্য এবং কৃষিজাত উপকরণ মেলায় নজর কেড়েছে অ্যাক্সন গ্রুপের Chhip ব্যান্ডের পণ্য

344

[metaslider id=”9040″]

আন্তর্জাতিক খাদ্যপণ্য এবং কৃষিজাত উপকরণ মেলায় AXON Group এর Chhip Food BD ব্যান্ড দেশীয় মাছ থেকে উৎপাদিত ফ্রোজেন ফুড নিয়ে প্যাভেলিয়ন সাজিয়েছে।

শুক্রবার মেলায় ছিল দর্শনাথির উপচেপড়া ভিড়। chhip এর উৎপাদিত ফুড দর্শনার্থীদের নজর কাড়ে। কোম্পানির সহকারী ব্যবস্থাপক মো. আবু সাঈদ ফার্মসঅ্যান্ডফার্মার২৪.কমকে বলেন, AXON Group এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিটি পণ্য ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রেখে পণ্যের গুণগতমান যাতে সঠিক থাকে সে ব্যাপারে যথেষ্ট সজাগ থাকেন। গুণগত মানের ক্ষেত্রে তিনি কখনও আপোষ করেন না।

Chhip এর প্যাভেলিয়নে বসে এবং দাঁড়িয়ে তাদের উৎপাদিত খাদ্য সামগ্রী খাচ্ছিলেন তাদের কাছ থেকে কেমন লাগছে জানতে চাইলে কয়েকজন বলেন, খুব মজাদার। মাছ থেকে উৎপাদিত পণ্যের যে এতো স্বাদ আছে আগে জানতাম না।

হৃদয় নামে একজন দর্শনার্থী বলেন, আজ থেকে -Chhip এর পণ্য আমরা খাবো এবং অন্যদের খেতে বলবো।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন