খামারীদের দক্ষতা ‍বৃদ্ধিতে ‘পিয়ারটপ লিমিটেড’র প্রশিক্ষণ কর্মশালা

372

IMG20200307133626-660x330
প্রাণিসম্পদ সেক্টরে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘পিয়ারটপ লিমিটেড’র আয়োজনে প্রান্তিক পর্যায়ের ছোট বড় সকল ধরনের খামারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিকল্পে খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলার মধুখালীতে ৮০ জন প্রান্তিক খামারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়া করা হয়।

কর্মশালার প্রধান অতিথি পিয়ারটপ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ মোস্তফা আলী মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত তিনি পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত এবং মাঠ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে চলেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি খামারীদের বলেন, শত ব্যস্ততার মাঝেও খামারীদের সাথে সর্বদা সম্পৃক্ত রয়েছি। শুধু ব্যবসাকে প্রাধান্য না দিয়ে খামারীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পোল্ট্রি শিল্পের অবস্থা খারাপ যাচ্ছে আমি এই সংকটপন্ন সময়েও খামারীদের নিয়ে নানা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছি যাতে করে এই কঠিন সময়েও খামারীদের মনবল অটুট থাকে ও ব্যবসার ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি কর্মশালায় পোল্ট্রির ব্রুডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরো বলেন, বৃহৎ কোম্পানির কারনে ক্ষুদ্র খামারীরা ব্যবসায়িক ভাবে হেরে যাচ্ছে ফলে তাদের ব্যবস্থাপনা উন্নত করে খরচ কমিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রসঙ্গত, প্রাণিসম্পদ সেক্টরে অবদান রাখার জন্য ‘পিয়ারটপ লিমিটেডে’ প্রায় ১ যুগ ধরে সুনামের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে প্রান্তিক পর্যায়ের ছোট বড় সকল ধরনেরখামারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিকল্পে খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক নানা প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি, যাতে করে প্রান্তিক খামারীরা উপকৃত ও লাভবান হতে পারে।

ফার্মসএন্ডফার্মার/২২মার্চ২০