খুলনায় চাষি পর্যায়ে বীজ উৎপাদন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

282

DSC09431
মো. আবদুর রহমান, খুলনা থেকে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাষি পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্প’র (২য় পর্যায় ) কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা র্শীষক আঞ্চলিক কর্মশালা গত ৯ মার্চ খুলনার দৌলতপুরস্থ ডিএই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র (ডিএই) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্ভোধন করেন। ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ’র সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায় বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে চাষি পর্যায়ে মানসম্পন্ন ১ লাখ ১৯ হাজার ৭০০ মে.টন ধান বীজ, ১০ হাজার ৫০০ মে.টন গম বীজ ও ১ শত ৫০ মে.টন পাট বীজ উৎপাদন ও বিতরণ নিশ্চিতকরণে প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বলেন, স্থানীয় চাহিদা অনুযায়ি নতুন জাত সরবরাহের মাধ্যমে কৃষক পর্যায়ে বীজের চাহিদা পূরণ ও দারিদ্র বিমোচনে মানসম্পন্ন বীজ উৎপাদন সংরক্ষণ কার্যক্রমের শতকরা ৩০ ভাগ নারী সম্পৃক্ত আছেন। প্রধান অতিথির বক্তেব্যে অতিরিক্ত পরিচালক বলেন, কৃষি বান্ধব সরকারের সঠিক নীতির ফলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বাজারে যেসব ধান/চালের মূল্য বেশি সেসব জাত চাষ করতে কৃষক বেশ আগ্রহী। তিনি এ অঞ্চলের চাষ উপযোগি লবণাক্তসহনশীল নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য ব্রি, বারি ও বিনা’র বিজ্ঞানীদের প্রতি আহবান জানান।

বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবায়েত আরা’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভাইস-প্রিন্সিপ্যাল কৃষিবিদ শেখ মো. শহীদুজ্জামান, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ বুদ্ধদেব সেন ও ডিএই নড়াইলের উপপরিচালক কৃষিবিদ শেখ মো. আমিনুল হক। কর্মশালার টেকনিক্যাল সেশনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রকল্পের কার্যক্রম অগ্রগতি ও সমস্যার বিষয়গুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। কর্মশালার শেষে সার্বিক মূল্যায়ন উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড.ফ. ম. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি তথ্য সার্ভিস, ব্রি,বারি, বিনা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।