খড় ও নেপিয়ার ঘাসের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন রংপুরের কেউ কেউ

565

[su_slider source=”media: 4629,4628,4627,4626″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান রংপুর প্রতিনিধি: রংপুর শহরের দু’ডজনেরও বেশি মানুষ খড় ও নেপিয়ার ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। এ ব্যবসায় নেমে তাদের কষ্ট দূর হয়েছে। ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগান দিতে পারছেন। সকল প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে তারা ব্যবসা চালিয়ে আসছেন। খোজ নিয়ে জানা যায়, রংপুর নগরীর খামারপাড়া, লালবাগ হাট, রাধাবল্লব, কেরানীর হাটসহ আরো কয়েকটি এলাকার কেউ কেউ গো খাদ্যের ব্যবসায় নেমেছেন দীর্ঘদিন ধরে। কখনো প্রচন্ড রোদে পুড়ে, আবার কখনো বৃষ্টিতে ভিজে ক্রেতার অপেক্ষা করেন তারা। এমনি একজন খামার পাড়ার আব্দুস সামাদ। তিনি ২০ বছর ধরে খড়ের ব্যবসা করে আসছেন। তার বাড়ি মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নে। তিনি আগে শ্রমিকের কাজ করতেন। গ্রামের একজনের পরামর্শে দিনাজপুর থেকে খড় নিয়ে এনে ব্যবসা শুরু করেন। শুরুর দিকে বেশ কষ্ট গেলেও এখন বেশ ভালো। আগের তুলনায় ব্যবসার পরিধি বেড়েছে। সাথে বেড়েছে আয়ও। কয়েক বছর ধরে তিনি খড়ের পাশে রাখেন নেপিয়ার ঘাস। তিনি বলেন, বর্তমানে এক হাজার খড়ের আটি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর মিঠাপুকুর থেকে একশত নেপিয়ার ঘাসের আটি ৫ শত টাকায় নিয়ে আনেন। ১ আটি ঘাস ৮/১০ টাকায় বিক্রি হয়। বর্তমানে দু’ছেলে ও এক মেয়ে নিয়ে ভালোই আছেন। নগরীর নগর মীরগঞ্জের বাসিন্দা সবুর মিয়াও খামারপাড়ায় এ ব্যবসা করেন। তিনিও ভালো আছেন। লালবাগ হাটে আখলাক হোসেন, মোশারফ এবং উৎপলের সাথে কথা হয়। তারাও ব্যবসার সফলতার কথা জানান।