গঠিত হল ভেটেরিনারিয়ানদের প্রত্যাশিত নির্বাচন কমিশন

350

18951038_10155428442795238_

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ) নির্বাচন ২০১৭ অনুষ্ঠানের জন্যে গঠিত হল ভেটেরিনারিয়ানদের প্রত্যাশিত নির্বাচন কমিশন।

চেয়ারম্যান: ডা. এ কেএম নজরুল ইসলাম, পরিচালক, গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন, এল আর আই।
সদস্য-০১: ডা. মো. মেহেদী হোসেন, পরিচালক, উতপাদন, ডিএলএস।
সদস্য-০২: ডা. মো. রুহুল আমিন, এলই শাখা, ডিএলএস।
সদস্য-০৩: ডা. মো. ফরহাদ হোসেন, পিএসও, এফএমডি শাখা, এলআরআই।
সদস্য-০৪: ডা. বিপ্লব কুমার প্রামাণিক, ব্যবস্থাপনা পরিচালক, পি অ্যান্ড পি লিংক।

সবাই আাশা করছেন, তাদের নেতৃত্বে গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১২০ দিনের মধ্যেই একটি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

আরো নিউজ পড়ুন:

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম