গবাদী পশুর কৃমি হলে যে ঔষধ খাওয়াবেন

14214

FB_IMG_1550025683118-660x330
গবাদী পশুর কৃমির ঔষধ

১. গোলাকৃতির কৃমি (Roundworm)
,২. কলিজা কৃমি (Liver flukes)
৩. ফিতা কৃমি (Tapeworm)

আরো অনেক জাতের আছে। মূলত এই তিনটা বেশি ক্ষতিকর

বাজারে অনেক রকমের কৃমির ঔষধ পাওয়া যায় এবং আমরা অনেক সময় বুঝে উঠতে পারিনা কোন সময় কোন ঔষধ খাওয়াবো তাই এই ব্যাপারে একটা ধারণা দেয়া হলো এখানে ৪ ধরণের কৃমির ঔষধ নিয়ে আমরা আলোচনা করবো যেগুলি ব্যবহার করে আমরা ভালো ফলাফল পেয়েছি। আমরা এইখানে যে ঔষধ গুলোর নাম উল্লেখ করবো তা সাধারণ জেনেরিক নাম যা আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন কিন্তু জেনেরিক নাম সব সময় একই হবে। আপনি এই নাম গুলো যেকোন ফার্মাসিতে দেখালে দিয়ে দিবে আশাকরি

১. Albendazole
কলিজা কৃমি এবং ফিতা কৃমি
Tapworm and flukes.

২.Triclabendazole 5% and Ivermectine 0.1% ছোট বড় কলিজা কৃমি
Immature & Mature liver fluke [Fasciola gigantica and Fasciola hepatica]
গোলাকৃতির কৃমি (Roundworms), ফুসফুসের কৃমি (Lungworms) and নাকের ভিতর যে কৃমি হয় (Nasal Bot)
৩. Levamisole Hydrochloride & Oxyclozanide
ছোট ছোট চ্যাপ্টা ধরণের কৃমি (Fluke)
৪. Closantel Sodium Dihydrate
কলিজা কৃমি (Liver fluke),গোলাকৃতির কৃমি Roundworm, Lice.

ছাগল বা ভেড়ার বাচ্চা ১ থেকে ৩ মাসঃ
প্রথম মাসে Albendazole [Jan, Apr, Jul, Oct]
দ্বিতীয় মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Feb, May, Aug, Nov]
তৃতীয় মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Mar, Jun, Sep, Dec]
এই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কৃমি ঔষধ দিতে হবে। পাশে উল্লেখিত মাস গুলো খেয়াল করলে বুজতে পারবেন।

প্রাপ্ত বয়স্ক ছাগীঃ প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]
পঞ্চম মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [May]
নবম মাসে Closantel Sodium Dihydrate [Sep]
বাচ্চা হওয়ার পাঁচদিন পর থেকে ২০ দিনের ভিতর Albendazole.

প্রাপ্ত বয়স্ক পাঠা ও খাসিঃ প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]
চতুর্থ মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Apr]
সপ্তম মাসে Closantel Sodium Dihydrate [Jul]
দশম মাসে Albendazole [Oct]
৩ মাসের উপর বয়স্ক সকল ছাগল বা ভেড়াদের প্রাপ্তবয়স্ক তালিকা মোতাবেক ঔষধ দিতে হবে। তবে ঔষধের পরিমান সবসময় ছাগলের ওজনের উপর ভিত্তি করে দিতে হবে।

পশুর অন্তপরজীবি(কৃমি) ও বহিপরজীবি(উকুন,আঠালি,মাইট) এর আক্রমণ:

অন্তপরজীবি(কৃমি)আক্রমণ:
আমাদের দেশে এমন কোন গরু খোজে পাওয়া যাবে না যার কৃমির আক্রমন নেই।আমাদের দেশের আবহাওয়া কৃমি রোগ সৃষ্টির জন্য খুবই উপকারি।বাংলাদেশে গবাদি পশুতে ১০০% কৃমির আক্রমন লক্ষ করা যায় এবং খামারি ভাইয়েরা কৃমির আক্রমনের জন্য অনেক ক্ষতির সমুখীন হন।গোল কৃমি,ফিতা কৃমি, পাতা কৃমির আক্রমন সাধারনত বেশি দেখা যায়।

লক্ষণ:
কৃমি আক্রমণ করলে পশু দিন দিন শুকিয়ে যায়।তেমন খাওয়া দাওয়া করে না।দুধ উৎপাদন কমে যায়, পশু রক্ত শূন্যতায় ভোগে, পাতলা পায়খানা হয়, পশুর পশমে চকচকে ভাব থাকে না, বদ হজম হয়, পেট বড় হয়ে যায়, মাঝে মাঝে পেটে ব্যাথা হয় ইত্যাদি।

চিকিৎসা:
পশুর দেহে অনেক রকম কৃমিই থাকতে পারে।তাই এমন কৃমিনাশক ব্যাবহার করতে হবে যেন তা মোটামোটি সব ধরনের কৃমির ক্ষেত্রেই কার্যকর।যেমনঃ Ivermectin গ্রুপের ঔষধ ৫০ কেজির জন্য ১ মিলি দিতে হবে চামড়ার নিচে।এটি সব ধরনের কৃমির জন্য চমৎকার কাজ Ivermectin গ্রুপের ঔষধ গোল কৃমি, পাতা কৃমি,ফিতা কৃমি এবং বহিপরজীবি সব ক্ষেত্রে ভাল কাজ করে।
অথবা

• Triclabendazole+levamisole) এটি ৭৫ কেজির জন্য ১টি দিবেন।
অথবা Albendazole গ্রুপের দিতে পারেন।
যদি গোবর পরীক্ষার মাধ্যমে বা অন্য কোন ওপায়ে সনাক্ত করতে পারেন আপনার পশু কোন কৃমি দারা আক্রান্ত তাহলে স্পিসিফিক চিকিৎসা দেওয়া ভাল।এক্ষেএে কলিজা কৃমির জন্য Nitroxynil, Albendazole, Triclabendazole গ্রুপের দিতে পারেন।

ফুসফুসের কৃমির জন্য
Fenbendazole,Albendazole,levamisole গ্রুপের ঔষধ দিতে পারেন। বাছুর কে কৃমি মুক্ত করার জন্য levamisole, piperazine citrate, Fenbendazole গ্রুপের ওষধ দিতে পারেন।আর বাছুরকে ৪০-৪৫ দিন বয়সের আগে কৃমিনাশক না দেওয়াই ভাল।
পশুকে কৃমি মুক্ত করার পর রুচিবোর্ধক যেমন- zymovet,Digitop,Rumen plus,Anora, Roxyvet বা আরও যা বাজারে পাওয়া যায় দিলে খাবারের রুচি আসে।
•এ ছাড়াও ভিটামিন ইঞ্জেকসন দিতে পারেন।

কৃমির ঔষধ খাওয়ানোর কিছু সাধারন নিয়ম:
১.কৃমির ঔষধ সকালে খালি পেটে খাওয়ানো ভাল।
২.অত্যন্ত গরমের ভিতর না খাওয়ানোই ভাল।
৩.কৃমির ঔষধ দেয়ার আগে ১২ থেকে ২৪ ঘন্টা এবং কৃমিনাশক দেবার পরে ২-৪ ঘন্টা খাবার দেওয়া উচিত না।
উত্তম সময় হলো সকাল বেলা যার ফলে আগের দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মোট ১২ ঘন্টা সময় খালি পেট থাকে।

গর্ভবতী এমন পশুকে কৃমিনাশক:
১.পশুকে প্রজনন করানোর ৪৫ দিনের মধ্য কৃমিনাশক না দেওয়া ভাল।
২.গর্ভবতী এমন পশুকে (ছাগল)কৃমিনাশক দেওয়া যায় এক্ষেত্রে ফেলবেনডাজল গ্রুপের ট্যাবলেট এবং এমেকটিন প্লাস ইঞ্জেকসন দিতে পারেন যে কোন গর্ভবতী সময়ে নিরাপদ । আর ভেনাজল ২ মাসের বেশি গর্ভবতী হলে নিরাপদ।তবে শেষ সময় গর্ভবতী এমন পশুকে কৃমিনাশক না দেওয়ায় উওম। কৃমিনাশক ঔষধ তার সাভাবিক ডোজ থেকে কম হলে কোন কাজ করবে না।
৩.বাচ্চা হবার পর ছাগলকে কমপক্ষে ৪৫ দিন কৃমির ঔষধ খাওয়ানো যাবে না। এতে দুধ উৎপাদন কমে যাবে।

ফার্মসএন্ডফার্মার/০৫মার্চ২০