গরুর খামারকে ভাইরাস থেকে রক্ষা করতে যা করা জরুরী সেই বিষয়ে আমাদের অনেকেরই কোন ধারণা নেই। খামারের গরু বিভিন্ন মাধ্যমে ভাইরাসের আক্রমন হতে পারে। কোন কারণে গরুর খামারে ভাইরাসের আক্রমন হলে গরু বিভিন্ন জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হতে পারে। সেজন্য গরুর খামারে যাতে কোনভাবেই ভাইরাসের আক্রমন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন আমরা জেনে নেই গরুর খামারকে ভাইরাস থেকে রক্ষা করতে যা করা জরুরী সেই সম্পর্কে-
গরুর খামারকে ভাইরাস থেকে রক্ষা করতে যা করা জরুরীঃ
১। গরুর খামারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে খামারে নতুন কোন গরু নিয়ে আসার আগে গরুর খামারকে ভাবভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে। এরপর নতুন গরুর শরীর ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে।
২। গরুর শরীর জীবাণুমুক্ত করার পর গরুকে কিছুক্ষন রোদে রেখে দিতে হবে। এরপর গরুটিকে আলাদা একটি ঘরে এক সপ্তাহের মতো রাখার পর যদি কোন রোগের লক্ষণ না পাওয়া যায় তাহলেই গরুটিকে খামারের ভেতর প্রবেশ করাতে হবে। আর এভাবে খামারে গরুকে প্রবেশ করালে সহজেই কোন ভাইরাস প্রবেশ করতে পারবে না।
৩। গরুর খামারে বাইরের কেউ প্রবেশ করতে চাইলে প্রথমেই তার পুরো শরীর জীবাণুমুক্ত করে এরপর খামারের ভেতরে প্রবেশ করাতে হবে। এছাড়াও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেই বহিরাগতদের প্রবেশ করাতে হবে। এভাবে নিরাপত্তা নিশ্চিত করলে গরুর খামারে সহজেই কোন ভাইরাস প্রবেশ করতে পারবে না।
৪। খামারের কোন গরুতে ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেলে সেই গরুকে অন্য সব গরু থেকে আলাদা করতে হবে। আলাদাভাবে সেই গরুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
৫। গরুর খামারে যাতে কোন অতিথি পাখি প্রবেশ করতে না পারে সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কোন কারণে গরুর খামারে অতিথি পাখি প্রবেশ করলে খামারের গরুতে ভাইরাস ছড়িয়ে দিতে পারে। তাই গরুর খামারের অতিথি পাখির আগমন বন্ধ করতে হবে।
৬। খামারের গরু কোন কারণে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলে সেই গরুকে খুব দ্রুত খামার থেকে সরিয়ে নিয়ে দুরের কোন স্থানে পুতে ফেলতে হবে। তা না করা হলে অন্য গরুগুলো আক্রান্ত হতে পারে।
ফার্মসএন্ডফার্মার/১১এপ্রিল২০