গরুর খামারে মশা মাছি দূর করার উপায়

862

গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর করতে করণীয়-

মাছি দূর করতে হলে সর্বপ্রথম গরুর গোবর নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

কিন্তু গরুর ফার্মের পাশেই যদি গোবর ফেলার জায়গা হয়, তাহলে ঐখানে মাছি জন্মানো বন্ধ করার জন্যঃ
১০মিলি ফরমালিন+ ২পিস ন্যাপথালিন গুড়া ১লিটার পানিতে গুলিয়ে ছেঁকে 250ml/sq.ft. হিসেবে স্প্রে করতে হবে
১ম সপ্তাহে- দিনে ২বার করে ৪/৫ দিন
২য় সপ্তাহ থেকে- সপ্তাহে ২দিন করে

গরুর গায়ে স্প্রে করার জন্যঃ
২মিলি তারপিন তেল (অয়েল তারপিন কিনতে হবে, স্পিরিট তারপিন বা থিনার না)
২গ্রাম কর্পুর (ন্যাপথালিন গুঁড়াও অনেকে দেন)
উপরের দুইটা জিনিস ১লিটার পানিতে মিশিয়ে গরুর গায়ে স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৭ফেব্রুয়ারি২০২১