গরুর মুখের রুচি বৃদ্ধি করার কিছু উপায় যা অনেক খামারিরাই জানেন না

650

গরুর মুখের রুচি বৃদ্ধি করার কিছু উপায় আমাদের দেশের অনেক খামারিরাই জানেন না। গরুর খাদ্য গ্রহণের ফলে শারীরিক বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধি পায়। গরুর রোগসহ বিভিন্ন কারণে মুখের রুচি কমে যেতে পারে। এতে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আজকের এই লেখায় আমরা জেনে নিব গরুর মুখের রুচি বৃদ্ধি করার কিছু উপায় সম্পর্কে-

গরুর মুখের রুচি বৃদ্ধি করার কিছু উপায়ঃ

১। পালন করা গরুর মুখের রুচি বৃদ্ধি করার জন্য সময়মত গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। কৃমিমুক্ত না করা হলে গরুর খাদ্য গ্রহণের রুচি কমে যায়। ফলে খামারের উৎপাদন কমার পাশাপাশি খামারিরাও ক্ষতিগ্রস্ত হন।

২। গরুকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে আঁশ জাতীয় খাদ্য এবং মোলাসেস বা চিঁটাগুড় খাওয়াতে হবে। এতেও গরুর মুখের রুচি বৃদ্ধি পাবে ও খামারের উৎপাদন বৃদ্ধি পাবে।

৩। প্রতি সপ্তাহে অন্তত ২ বার গরুর জিভ পরিস্কার করে ১%পটাশের পানি দিয়ে ধুয়ে দিবেন। না পারলে দিনে কমপক্ষে ১ বার হলেও এটা করবেন প্রতি সপ্তাহে।

৪। মধু মুখের ভিতরে সপ্তাহে ১ বার মেখে দিতে হবে বা গরুকে বিট লবণের টুকরা চাঁটতে দিতে হবে।

৫। গরুকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খড় দিতে হবে এতে করে জাবর কাটবে ও গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে।

৬। গরুকে সপ্তাহে অন্তত ২-৩ দিন তার জন্য সরবরাহকৃত দানাদার খাদ্যে খাওয়ার সোডা মিশিয়ে খাওয়াতে হবে। খাওয়ার সোডা ক্ষ্রার হওয়ায় এটা গরুর এসিডোসিস রোধ করে। ফলে গরুর ক্ষুধামন্দা দেখা দেয় না।

তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খামার

ফার্মসএন্ডফার্মার/৩০জানুয়ারি২০২১