গরু অসুস্থ হলে হটলাইনে মিলবে জরুরি স্বাস্থ্যসেবা

365

yogi-aditiyanath
গরু অসুস্থ হলে হটলাইনে জরুরি স্বাস্থ্যসেবা করতে যাচ্ছে। শুধু একটা জরুরি হটলাইনে ডায়াল করলেই চলবে। বাড়িতে চলে আসবেন গরুর চিকিৎসক।

ভারতের উত্তর প্রদেশে এমন সেবা চালুর চিন্তা করছেন রাজ্যটির সরকার। মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে বড় বড় কোম্পানিগুলোকে এমন সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

যোগী চান, কোম্পানিগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এর অধীনে গরুর জন্য জরুরি সেবার হটলাইন চালুর ব্যবস্থা করুক।

উত্তর প্রদেশ সরকারের একজন কর্মকর্তা ইকোনোমিক টাইমস পত্রিকাকে জানিয়েছেন, সরকার চায় রাজ্যের ৭৫টি জেলায় গরু পালনকারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। যথাসময়ে ভেকসিন দেয়া, জরুরি স্বাস্থ্যসেবা ও পশু বিষয়ক অন্যান্য সেবা নিশ্চিত করতে আগ্রহী কর্তৃপক্ষ।

কিছু নির্বাচিত কোম্পানি নিজেদের খরচে বিভিন্ন স্থানে কলসেন্টার স্থাপন করবে। তাতে চিকিৎসকরা দায়িত্বরত থাকবেন। জরুরি কল আসার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে গরুকে সেবা দেবেন তারা।

ফার্মসএন্ডফার্মার/২৬জানু২০২০