গরু মোটাতাজাকরণ খামারে যা করা জরুরী

895

unnamed-4
গরু মোটাতাজাকরণ খামারে যা করা জরুরী সে বিষয়ে অনেকেরই সঠিক কোন ধারণা নেই। গরুর খামারে লাভবান হওয়ার জন্য গরু মোটাতাজাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে মোটাতাজাকরণের উদ্দশ্যে গড়ে তোলা খামারে অনেক বিষয় লক্ষ্য রাখতে হয়।

লাভবান হওয়ার আশায় গরু পালন করতে এসে অনেকেই লোকসানে পড়েন। এর অন্যতম কারণ হল মোটাতাজাকরণের বিষয়গুলো সঠিকভাবে না জানা। চলুন জেনে নেই গরু মোটাতাজাকরণ খামারে যা করা জরুরী সে সম্পর্কে-

গরু মোটাতাজাকরণ খামারে যা করা জরুরীঃ
গরু মোটাতাজাকরণ খামারে যে সকল বিষয় খেয়াল রাখা জরুরী সেগুলি নিচে দেওয়া হল-

১। সুস্থ ও স্বাস্থ্যবান গরু নির্বাচন করা ও কেনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

২। সঠিক সময় কিংবা মৌসুমে খামার চালু করা।

৩। গরুর জন্য উন্নতমানের থাকার স্থান নির্বাচন করা।

৪। গরুর জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা করা।

৫। খামারে গরুর জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।

৬। গরু রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে তার চিকিৎসার ব্যবস্থা করা।

৭। নিয়মিত গরুর শরীরের ওজন নির্ণয় করা।

৮। গরু মোটাতাজাকরণের জন্য একটি নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা।

৯। গরুকে নিয়মিত গোসল করানো ও গরুর শরীর পরিষ্কার রাখা।

১০। গরুর খামারে নিয়মিত আয় ও একই সাথে ব্যয়ের হিসাব রাখা।

ফার্মসএন্ডফার্মার/০৮মার্চ২০