গর্ভবতী গাভীকে যা খাওয়ালে বাছুর ভাল হয়

647

68453188_1840704546032115_5992328252436250624_o
গাভীর সুস্থতা এবং সৌন্দর্য নির্ভর করে খাদ্যের ওপর। তাই গাভী গর্ভবতী হলে খাবার দিতে হয়। কারণ খাবার ভালো হলে গাভীর পেটের বাছুরও ভালো হয়। আসুন জেনে নেই গর্ভবতী গাভীকে কি কি খাদ্য কি পরিমাণে খাওয়াবেন সে সম্পর্কে-

গাভীকে যা খাওয়াবেন:

*গর্ভবতী গাভীকে প্রতিদিন ১৪-১৫ কেজি সবুজ ঘাস,
*৩-৪ কেজি খড়,
*২-৩ কেজি দানাদার খাদ্য একসঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

দানাদার খাদ্য:

দানাদার খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে-
১. গমের ভূষি- ১ কেজি।
২. খেসারি ভাঙা- ১ কেজি।
৩. খৈল- ২৫০ গ্রাম।
৪. চাউলের গুড়া- ৫০০ গ্রাম।
৫. চিটাগুড়- ১৫০ গ্রাম।
৬. খনিজ মিশ্রণ- ৫০ গ্রাম।
৭. লবণ- ৫০ গ্রাম।

ফার্মসএন্ডফার্মার/২৫জানু২০২০