গোপালগঞ্জে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প’র রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত

284

[su_slider source=”media: 4599,4600″ title=”no” pages=”no”] [/su_slider]

গোপালগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপি এক রিভিউ ওয়ার্কশপ গত ৯ মে গোপালগঞ্জের বিএডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) জেলা প্রশিক্ষণ অফিসার হরলাল মধুর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক সমীর কুমার গোস্বামী।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কৃষকরা ইতোমধ্যেই প্রকল্প হতে বিভিন্ন সুবিধা পেয়েছে এবং ভবিষ্যতে যা পাবে সেগুলোর সুফল ধরে রাখতে পারলে উন্নত কৃষি ব্যবস্থ্পনার মাধ্যমে এ অঞ্চলের চাষিদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। কৃষক হবে সম্পদশালী, দেশ হবে সমৃদ্ধ। প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রমেশ চন্দ্র ব্রহ্ম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আব্দুল মজিদ প্রমুখ। কর্মশালায় প্রকল্পের চলতি বছরের উপজেলাওয়ারি কার্যক্রম এবং আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিনা, হর্টিকালচার সেন্টার এবং কৃষক প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।