ঘেরের পাড়ে মৌসুমি সবজি চাষ

454

986937820bf0d94efc416f94ea286117-57ba5a26761b9

ঘেরের পাড়ে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি চাষ করুন এবং বিক্রয়ের পাশাপাশি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

গ্রীষ্মকালীন পাড় উপযোগী সবজি-করলা, মিষ্টিকুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক ইত্যাদি শীতকালীন পাড় উপযোগী সবজি-টমেটো, লাউ, শিম, শশা ইত্যাদি।
ঘেরের পাড়ে ১ হাত দৈর্ঘ্য, ১ হাত প্রস্থ ও মুঠুম হাত গভীর করে মাদা তৈরি করুন। মাদা তৈরির সময় প্রতিটি মাদায় পাশের নিচে উল্লেখিত মাত্রায় সার প্রয়োগ করুন। কিন্তু শশা, করলা ও শিম এর ক্ষেত্রে উল্লেখিত মাত্রার অর্থেক মাত্রায় প্রয়োগ করুন।

মাদা তৈরির সময় সার প্রয়োগ:
সারের নাম: সারের মাত্রা
কম্পোস্ট- ৫-১০ কেজি
টিএসপি- ১০০ গ্রাম
এমওপি (লাল সার) ৫০ গ্রাম
বোরণ- ১৫ গ্রাম বা ৩-৪ চিমটি
জিপসাম- ১৫ গ্রাম বা ৩-৪ চিমটি
জিংক/দস্তা- ১৫ গ্রাম বা ৩-৪ চিমটি

চারা গজানো পরবর্তী মাদায় সার প্রয়োগ করুন। সকাল ৯টার মধ্যে ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পন্ন করুন তবে লাউয়ের ক্ষেত্রে বিকেল ৫টার দিকে করতে হবে। জৈব বালাইনাশক এবং সেক্র ফেরোমেন ফাঁদ ব্যবহার করে ফসলের রোগ ও কীট-পতঙ্গ দমন করুন।

নর্থইস্ট অ্যাগ্রোভেটের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতবিনিময়

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম