চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩ লাখ চিংড়ি পোনা জব্দ

331

চিংড়ি-পোনা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী বাস থেকে তিন লাখ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বটতলা এলাকার এ ঘটনায় বাস চালকে আবুল বসরকে (৪৫) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের নেতৃত্বে বটতলা পেট্রোল পাম্প থেকে খুলনা গামী ‘বেপারী’ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ২৯টি ড্রাম ও পাতিলে প্রায় তিন লাখ চিংড়ি পোনাসহ জব্দ করা হয়।

পরে ৭০ হাজার গলদা চিংড়ি পোনা মিঠা পানিতে এবং বাকি ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি পোনা সমুদ্র উপকূলে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমদ জানান, উপকূলীয় অঞ্চল থেকে আহরিত নিষিদ্ধ ঘোষিত চিংড়ি পোনা পরিবহন করে আসছিল কতিপয় বাস মালিক ও বাস চালক।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন