চাঁদপুর শাহরাস্তি কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন উদ্ভোধন

151

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী বলেন, বোরো ধানকে প্রকৃতিক দুর্যোগ হতে রক্ষা করার জন্য সময় চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমলয় চাষের ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কাটার ফলে সময় এবং আর্থিক খরচ সাশ্রয় হয়। এতে কৃষকের উৎপাদন খরচ কমে গিয়ে লাভের পরিমান বেড়ে যায়। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদৃতি দিয়ে বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য কৃষিকে আধুনিকায়ন করতে হবে। সে লক্ষে কৃষি বান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য এবং বানিজ্যিক কৃষি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকি মূলে কৃষকদের মাঝে রাইচট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছেন। সে স্রোতধারায় বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে চাঁদপুর, শাহরাস্তি হোসেনপুর টামটা উত্তর ইউনিয়নে ২৮/৪/২০২৩ তারিখে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারের মাধ‌্যমে ফসল কর্তনের উদ্ভোধন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষক সমাবেশে সভাপতির বক্তব্যে রাখেন, ডিএই, চাঁদপুর জেলার উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। স্বাগত বক্তব্যে রাখেন, শাহরাস্তি উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ; শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান; শাহরাস্তি উপজেলার প্রাণিসম্পদ অফিসার মাকসুদ আলম; শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড.এম আনোয়ার হোসেন; হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ওমর ফারুক দর্জি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।