তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৮ মে চাঁপাইনবাবগঞ্জ সদরের উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীচাষিদের মাঝে মাল্টার চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফল বাগান সম্প্রসারণে ভিটামিন এ এবং ভিটামিন সিসমৃদ্ধ মাল্টা চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য লাভজনক ও সম্ভাবনাময় ফল হিসেবে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দিন দিন এর চাষ বৃদ্ধি হচ্ছে এবং কৃষকেরা বেশ আগ্রহের সাথে তা গ্রহণ করছে। সঠিক পরিচর্যাসহকারে চাষ করতে পারলে চারা লাগানোর ২/৩ বছরের মধ্যে আশানুরূপ ফলন পাওয়া যাবে।
আমখ্যাত চাঁপাইনবাবগঞ্জে আমের যেমন সুনাম রয়েছে তেমনি মাল্টা ফলের চাষ বৃদ্ধি করে এ ফলটির সুনাম অক্ষুন্ন রাখতে প্রদর্শনীভুক্ত চাষিদের এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর ফিরোজ চারা রোপণের জন্য গর্তের মাপ, গর্ত তৈরি ও সার প্রয়োগসহ অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ফল বাগান সম্প্রসারণে এলাকার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে প্রত্যেক কৃষককে ২০ শতক জমির জন্য ৬০টি করে মোট ৩ হাজার মাল্টার চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রদর্শনীভুক্ত কৃষকসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
ফার্মসঅ্যান্ডফার্মার২৪.কম/এন/এম