চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টর মেশিন হস্তান্তর

299

Harvestor

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গত (০২ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদরের ইসলামপুর ইউনিয়নের কৃষক মোহা. ইসমাইল হক’র নিকট ৫০% ভর্তুকিতে একটি কম্বাইন হারভেস্টর মেশিন হস্তান্তর করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে মেশিনটি বিরতণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর ফিরোজ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখার উদ্দিন শামীম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে ৪টি কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে সদরে এটি প্রথম হস্তান্তর করা হলো। তিনি মেশিনটির কার্যকারিতা সম্পর্কে বলেন, এটি শস্য কর্তনের একটি উপযোগি ও উন্নত প্রযুক্তির মেশিন, যার মাধ্যমে শ্রম ও অর্থ সাশ্রয়সহ দ্রুত শস্য কর্তন ও মাড়াই-ঝাড়াই করে সংরক্ষণ করা যাবে। কাজেই এলাকার অন্যান্য কৃষক সমাজ যাতে এর সুবিধা ভোগ করতে পারে সেদিকে নজর দিতে হবে। সেই সাথে সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনার পাশাপাশি কাজ শেষে তার রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে উপস্থিত কৃষকভাইদের অনুরোধ জানান। বিশেষ অতিথি বলেন, বর্তমান মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে যন্ত্রটি যেমন দূর্দিনের বন্ধু হিসেবে কাজ করবে, তেমনি অন্যান্য মৌসুমে ফসল কর্তনে শ্রমিক সংকট ও অর্থ সাশ্রয়ে অনেকাংশে লাঘব হবে। সভাপতি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচিতে মূল কোম্পানি এসিআই মটরস্ লিমিটেড ৬ লাখ ৮০ হাজার টাকার কম্বাইন হারভেস্ট মেশিন ৫০% ভর্তুকিতে ৩ লাখ ৪০ হাজার টাকায় সরবরাহ করায় সরকারের পাশাপাশি এসিআইকেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।