ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) আইএফএমসির কৃষক মাঠস্কুলের মাঠদিবস অনুষ্ঠিত

328

[su_slider source=”media: 4453,4454,4455,4456″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতাধীন এক মাঠদিবস গত ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটস্থ ইমামনগর আইএফএমসির কৃষক মাঠস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কৃষক মো. আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাবিয়া সুলতানা।

প্রধান অতিথি বলেন, ফসল উৎপাদনের প্রধান অন্তরায়গুলোর মধ্যে ফসলের রোগবালাই ও পোকা-মাকড় হচ্ছে অন্যতম। রোগ ও পোকা-মাকড়ের আক্রমণে কৃষকের কষ্টার্জিত ফসলের এক বিরাট অংশ নষ্ট হয়ে যায়। কৃষকের উৎপাদিত ফসলকে অনেকাংশে রক্ষার জন্য আইএফএমসি’র কৃষক মাঠস্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এসব কৃষক মাঠস্কুলের মাধ্যমে কৃষকেরা কৃষির নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে নিজেরা নিজেদের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অন্যান্যদের সহযোগিতা করতে পারবে। বিশেষ অতিথি বলেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে মাঠস্কুলের কৃষাণ-কৃষাণীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যার মাধ্যমে তারা কৃষির যে কোনো সমস্যা সহজেই চিহিৃত করে দ্রুত পদক্ষেপ নিয়ে ফসল উৎপাদন করতে পারবে। এতে করে তারা সচ্ছল জীবন-যাপনের মাধ্যমে বেঁচে থাকতে পারবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি. কৃষিবিদ মো. নুরুজ্জামান। তিনি কৃষক মাঠস্কুলের কার্যক্রম সম্পর্কে বলেন, চলতি বোরো মৌসুমে পরিচালিত কৃষক মাঠস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা হচ্ছে ২৫ টি পরিবারের নারী-পুরুষ মিলে মোট ৫০ জন। মাঠস্কুলে মৌসুমের মোট ৩৩টি সেশনে বোরো ফসলের জমি তৈরি, সার প্রয়োগ, বীজতলা তৈরি ও বীজ বপন, চারা রোপণ, রোগ ও পোকা-মাকাড় সনাক্তকরণ, উপকারি পোকা সংরক্ষণ, পুষ্টি সচেতনতা, পুষ্টিমান বজায় রেখে শাক-সবজি রান্না ও পরিবেশন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ অন্যান্য বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।