ভোলাহাটে (চাঁপাইনবাবগঞ্জ) সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ

361

[su_slider source=”media: 4445,4446″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জস্থ ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে চলতি খরিফ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কুমড়া জাতীয় ফসলের জন্য সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। এসময় উপজেলা কৃষি অফিসার বলেন, কুমড়া জাতীয় সবজি ফসলে রোগের তেমন খুব একটা অসুবিধা না হলেও পোকার আক্রমণ বিশেষভাবে লক্ষণীয়। তবে অন্যান্য পোকা খুব একটা সমস্যা না করলেও ফলের মাছি পোকা দ্বারা সবজির ক্ষতি হয় মারাত্মকভাবে। তাই ফসল রক্ষার জন্য চাষিরা যথেষ্ট পরিমাণ কীটনাশক ব্যবহার করেন। এতে পোকা দমন হয় ঠিকই, কিন্তু বিষমুক্ত সবজি উৎপাদনে হয় ব্যাহত। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে সেক্স ফেরোমোন ফাঁদ অনন্য। মৌসুমে দু’বার সময়মতো এবং সঠিক নিয়মে ব্যবহার করলে নিরাপদ সবজি যেমন পাওয়া যাবে, তেমনি কৃষকের কষ্টার্জিত শ্রম, অর্থ ও সময় হবে স্বার্থক।

উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন কৃষককে চলতি মৌসুমের জন্য নির্বাচিত করে প্রত্যেক কৃষকের হাতে সেক্স ফেরোমন ফাঁদ (বোতল/পট) ১৮টি এবং লিওর ৩৬ টি হিসেবে মোট ৯০টি সেক্স ফেরোমোন ফাঁদ এবং ১৮০ টি লিওর প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. সাবিয়া সুলতানা সবজি ফসলের পরিচর্যা, পোকা-মাকড় দমন এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।