চাষি পায় ১০ বাজারে ৮০!

1061

6397

একমাস আগে মৌসুমের শুরুতেই টমেটোর দাম মণপ্রতি ছিল একহাজার আটশ টাকা। এরপর দাম নেমে হয় একহাজার দুইশ টাকা। ক্ষেত থেকে বেশি টমেটো উঠতে শুরু করলে টমেটোর দাম এক হাজার টাকার নিচে নেমে আসে।

বর্তমানে মণপ্রতি পাকা টমেটো বিক্রি হচ্ছে মাত্র চারশ টাকা অর্থাৎ, ১০ টাকা কেজি দরে। আর শহরের বাজারে সাধারণ ক্রেতারা টমেটো কিনছেন কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে। রাজশাহীর টমেটো বাজারের চিত্র এমনটি।

তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় টমেটো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধুমাত্র গোদাগাড়ী উপজেলাতেই ২ হাজার ৫০০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে।

জানা যায়, দেশে মোট উৎপাদিত টমেটোর শতকরা ৭০ ভাগ চাষ হয় রাজশাহীতে। আর এ টমেটোর ৬০ ভাগই উৎপাদিত হয় জেলার গোদাগাড়ী উপজেলায়।

স্থানীয় চাষিরা জানান, চলতি বছরে কৃষক টমেটো বীজ কিনে প্রতারিত হন। এর পাশাপাশি সাধারণ ক্রেতারা বাজারে বেশি দামে টমেটো কিনলেও কৃষক দাম পাচ্ছেন না। মাঝখান থেকে লাভবান হচ্ছেন ফড়িয়ারা। ফলে চলতি মৌসুমে টমেটো চাষে লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষক।

তাদের অভিযোগ, বর্তমানে গোদাগাড়ীতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী ও ফড়িয়ারা টমেটো কেনার জন্য এসেছেন। অভিযোগ উঠেছে, বড় ব্যবসায়ী ও ফড়িয়ারা সিন্ডিকেট করে টমেটোর দাম কমিয়ে দিয়েছেন।

ক্রেতারা জানান, একমাস আগে দেড়শ টাকা কেজি দরে টমেটো কিনলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে। কিন্তু ক্ষেতে এর দাম ১০টাকা বলে শুনেছেন অনেক ক্রেতা।

গোদাগাড়ীর কাদিপুর এলাকার টমেটো চাষি আজমল জানান, এক বিঘা টমেটো চাষ করতে ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। মৌসুমের প্রথমে টমেটো ক্ষেত থেকে আনার সময় কৃষক লাভের আশা করেছিলেন। কিন্তু এখন যে দামে টমেটো বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে আমরা আশঙ্কায় আছেন তিনি।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন