চুয়াডাঙ্গায় লাগানো হলো সাড়ে ৭ লাখ গাছের চারা

349

2017-09-09_4_333855

পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলায় একযোগে ৭ লাখ ৫০ হাজার ফলজ, বনজ, ঔষধি ও তালগাছ রোপণ করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার নিজাম উদ্দিন একই সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নে ও চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছিতে এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
বৃক্ষরোপনের এবারের স্লোগান ছিল, ‘সবুজ চুয়াডাঙ্গা-সমৃদ্ধ বাংলাদেশ’।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ, চার উপজেলা পরিষদ, চার পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, কৃষি বিভাগ এবং বনবিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুর ১২টায় জেলায় একযোগে ৫ লাখ ২৫ হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা এবং ২ লাখ ২৫ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

গাছগুলো রোপণ করা হয়েছে রাস্তার ধারে, সরকারি খাস জমিতে, স্কুল-কলেজ- মসজিদ প্রাঙ্গণে, সকল সরকারি অফিসে ও কমিউনিটি ক্লিনিকে।

এছাড়া স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ও আগ্রহী জনগণের বাড়িতে এবং অন্যান্য ফাঁকা স্থানে গাছ রোপন করা হয়।সূত্র: বাসস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম