চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ত:হল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মোহাম্মদ শাহ হল। রানার্স আপ হয়েছে ড. কিউ কে হল। আজ ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে শহীদ মোহাম্মদ শাহ হল ২৭-২৫, ২৫-১৮ পয়েন্টে ২-০ সেটে ড. কিউ কে হল কে পরাজিত করে। ম্যান অব দ্যা ফাইনাল: ফাহিম মোরশেদ ইন্না । ম্যান অব দ্যা টুর্নামেন্ট: মেহেদী হাসান লিমন। ফাইনাল শেষে উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, যন্ত্রকৌশল অনুষদের ডীন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসেন। চুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল করিম। ম্যাচের কো-অর্ডিনেটর ছিলেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।
ম্যাচ পরিচালনায় ছিলেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টও জনাব মো. জিলহাজ উদ্দিন ও জনাব মো. ইয়াসির আরাফাত।