চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব-১৪২৯ ও পিঠা উৎসব সম্পন্ন

151

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব-১৪২৯, শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ১৪ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকায় ক্লাবের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উক্ত উৎসবের শুভ উদ্বোধন করেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এ সময় ক্লাবের সহ-সভপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মো. মামুনুর রশীদ, অর্থ সম্পাদক জনাব মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক জনাব মো. মাসুম রানা প্রামাণিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব শায়লা শারমিন এবং সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও জনাব মো. এমরানুল হক উপস্থিত ছিলেন।