ছাগলের স্বাস্থ্য উন্নয়নে যে সব লক্ষ্য রাখা জরুরী

192

ছাগলের পালনে ছাগলের স্বাস্থ্য উন্নয়ন করা সম্পর্কে জানা বেশ জরুরী। ছাগল পালন করে লাভবান হওয়ার জন্য স্বাস্থ্য উন্নয়ন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলের স্বাস্থ্য উন্নয়নের দিকে খেয়াল না রাখলে ছাগল পালনে লোকসানের সম্ভাবনা থাকে। আজ আসুন জেনে নেওয়া যাক ছাগলের উন্নয়ন সম্পর্কে-

ছাগলের স্বাস্থ্য উন্নয়নে যা করা জরুরীঃ
১। ছাগলের স্বাস্থ্য উন্নয়নের জন্য ছাগলকে মুক্ত ও খোলামেলা জায়গায় ছেড়ে দিয়ে পালন করতে হবে। এতে করে ছাগল প্রাকৃতিক আবহাওয়াতেই সুস্থবান হয়ে উঠবে।

২। ছাগলকে নিয়মিত গোসল করাতে হবে। ছাগলকে নিয়মিত গোসল করালে ছাগলের শরীর জীবাণুমুক্ত থাকবে ও ছাগল সতেজ থাকবে।

৩। ছাগলের জন্য সবসময় বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা রাখতে হবে। এতে ছাগলের তৃষ্ণা দূর হবে এবং ছাগল সহজেই ক্লান্ত হয়ে পড়বে না।

৪। ছাগলের শরীরের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। ছাগলের শরীরে ভিটামিন ও পুষ্টি চাহিদা পূরণ করা হলে ছাগল শারীরিকভাবে সুস্থ ও সবল হবে।

৫। ছাগলকে খাদ্য প্রদানের সময় দানাদার ও কাঁচা ঘাস একত্রে মিশিয়ে দিতে হবে। এতে করে ছাগলের খাদ্য চাহিদা অনেকাংশে পূরণ হবে।

৬। দুধ প্রদানকারী ছাগলকে কোন ভাবেই ভাত খাওয়ানো যাবে না। এতে করে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে।

৭। ছাগলকে যথাসম্ভব সবুজ ঘাস খেতে দিতে হবে। সবুজ ঘাস খাওয়ালে ছাগলের দ্রুত বৃদ্ধি ঘটে।

৮। ছাগলের খাদ্য প্রদানে সামঞ্জস্যতা রাখতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার খাদ্য প্রদান করলে ছাগলের অভাব হওয়া পুষ্টি চাহিদা পূরণ হয়।

৯। নিয়মিত ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তাহলে ছাগল সুস্থ কিনা তা জানা যাবে।

১০। সময়মতো ছাগলের রোগের চিকিৎসা করাতে হবে। এতে করে ছাগল স্বাস্থ্যগত কোন ঝুঁকিতে পড়বে না।