জাতীয় সবজি মেলা ২০১৭

1259

[su_slider source=”media: 2091,2094,2095,2093,2096,2092″ title=”no” pages=”no”]

শুক্রবার মেলায় দর্শনার্থীর ঢল।

ফার্মস এন্ড ফার্মার২৪.কম ডেস্ক: শুক্রবার ছিল সবজি মেলার ২য় দিন। এ মেলায় ২য় দিনে ব্যপক উৎসাহ দেখা গিয়েছে আগত দর্শনার্থীদের মাঝে। প্রতিটি স্টল ঘুরে বিভিন্ন সবজির মান সম্পর্কে জেনেছে তারা। ফার্মস এন্ড ফার্মার২৪.কম এর ক্যামেরা দেখে কিছু উৎসুক জনতা আমাদের সাথে কথা বলে। তারা জানতে চায় আমাদের দেশে এ সকল সোনার ফসল যে কৃষকেরা ফলাচ্ছে তাদের অবস্থান কোথায়? আমরা বিভিন্ন দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ায় দেখি বা শুনি কৃষকেরা ভাল নাই। তারা তাদের ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। কৃষকেরা যাতে তাদের অধিকার ফিরে পায় এবং সঠিক দামে সবজি বিক্রি করতে পারে সেজন্য সরকার এবং মধ্যস্থকারীর মধ্যে আলোচনা হওয়া জরুরী। তানাহলে আগামীতে কৃষকেরা তাদের আগ্রহ হারাবে। এই মেলায় প্রায় ৫০টি স্টল তাদের পন্য নিয়ে বসেছে এর মধ্যে লাল তীর, দি মেটাল ও এসিআই লিঃ এর নান্দনিক ডেকোরেশন ও সকল পণ্য প্রদর্শনী দর্শনার্থীর মন কেড়ে নেয় এবং দেখা যায় উপছে পড়া ভিড়। দর্শনার্থীদের মতে প্রতিটি জেলা পর্যায়ে এ জাতীয় সবজি মেলার আয়োজন করতে পারলে আমাদের দেশ যেমন সামনের দিকে এগিয়ে যাবে তেমনি সবজি চাষ বাড়বে ও কৃষক সবজি চাষে উৎসাহ পাবে।