জেনে নিন কিভাবে বীজ বপন ও চারা তৈরি করবেন

1844

পাঠক আজ বীজ বপন অথবা চারা তৈরির সহজ পদ্ধতি নিয়ে নিজের অভিজ্ঞতার চিত্র তুলে ধরবো।

একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে যে চারা তৈরির কাজ যত ভালোভাবে করা যাবে ফসলও ততভালো হবে। আসুন জেনে নেয়া বীজ বপন অথবা চারা তৈরির সহজ পদ্ধতি টি।

শুরুতে বীজ ভিজিয়ে রাখি। ১২ ঘন্টা ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে টিস্যু পেপারে ১২ ঘন্টা মুড়িয়ে রেখেছিলাম। বেশ কিছু বীজ সেখানেই গজিয়ে যায়।

এরপর সেই ভেজানো বীজগুলো ওয়ানটাইম গ্লাস, ছোট পট, পলিব্যাগ ইত্যাদিতে বপন করেছি। বপনের পর খাচায় ভরে রেখেছি, যাতে স্থানান্তর করতে পারি। কারণ বৃষ্টির সময় যাতে নিরাপদ আশ্রয়ে নেয়া যায়।

শুকিয়ে গেলে স্প্রে মেশিন দিয়ে হালকাভাবে ভিজিয়ে দেই। মাটি তৈরির সময় ভার্মি কম্পোস্ট মিশিয়েছি এবং স্প্রে করে ছত্রাকনাশক দিয়েছি। এক লিটার পানিতে এক গ্রাম কম্পানিয়ন দিয়েছি।

আরও পড়ুন: খুব সহজ পদ্ধতিতে শিম উৎপাদন প্রযুক্তি

ক্যাপসিকাম/মিষ্টি মরিচ চাষ’র পুরো ব্যবস্থাপনা ও রোগ দমন পদ্ধতি

পুষ্টি ও ভেষজ গুণে সমৃদ্ধ সফেদা পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা

লেখক: কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার (এল.আর) ও পিএইচডি ফেলো, বিএসএমআরএইউ, গাজীপুর।

কর্মজীজনের শুরু থেকেই কৃষি প্রতিবেদন তৈরি ও ছাদবাগানে উদ্বুদ্ধ করতে নানা ধরণের পরামর্শমূলক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী।

পাঠক বীজ বপন অথবা চারা তৈরির যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বা জানার থাকলে আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে জানাতে পারেন। আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে জানাবো আপনার সমস্যার সমাধান।

ফার্মসএন্ডফার্মার/০৭এপ্রিল২০