জেলেদের জালে আড়াই মণ ওজনের বাঘাইড়, দাম ৪ লাখ!

324

জেলেদের জালে ধরা পড়েছে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড়

সিলেটে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড়। বুধবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারার উৎপত্তিস্থল বরাক নদীর মোহনা থেকে মাছটি ধরা পড়ে।

মাছটি সন্ধ্যায় সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য আনা হলে তা দেখতে জনতা ভিড় জমায়। উৎসুক জনতার অনেকেই মাছের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে ফেসবুকে অনেকে বিশালাকার এই মাছটির ছবি পোস্টও করেছেন।

 লালবাজারের ব্যবসায়ী রশিদ মিয়া জানান, সন্ধ্যায় জেলেরা আড়াই মণ ওজনের বাঘাইড়টি নিয়ে আসে। এতো বিশালাকারের মাছ স্থানীয়দের অনেকেই এর আগে দেখেনি কখনও।

প্রথমে এ মাছের দাম চার লাখ টাকা হাঁকানো হয় বলে জানান তিনি। কিন্তু এতো দামে এটি কিনতে এগিয়ে আসেননি কেউ। তাই পরে একে কেটে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।আড়াই হাজার টাকা কেজি দরে এ মাছ বিক্রির জন্য মাইকিং করা হয়েছেও বলে জানান তিনি।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ